১/ ২নাম্বার গেইট এর পরে ফরেস্ট গেইট- ৭টা নার্সারি আছে, এখানে খুবই কম দামে মনের
মত গাছ পাবেন। চট্টগ্রামের সব নার্সারি গুলোর তুলনায় এখানেই সবচেয়ে কম দামে
গাছ পাওয়া যায়। [ BFRI (bangladesh bon gobeshona institute)
এর গেইট দিয়ে ভিতরে। অথবা ষোলশহর স্টেশনের রেল লাইন দিয়ে মুরাদপুরের
দিকে হাটলেই পেয়ে যাবেন ]
২/ ডিসি হিল নার্সারি (৪টা নার্সারি আছে এখানে-- মেইন গেইটের বাম পাশে
বাংলাদেশ নার্সারি এবং ডান পাশে একসাথে তিনটা ---
বাহাদুর, বনরুপা এবং ন্যাশনাল নার্সারি)
৩/ টাইগারপাস- ফ্লাইওভার এর পাশে- সবুজ বিপ্লব নার্সারি।
৪/ লালখান বাজার, ব্রোস্ট এর অপজিট এ - পুষ্পকলি নার্সারি ।
৫/ এম.এ আজিজ স্টেডিয়ামের পাশে, রেডিসন এর অপজিটে - শিমুল পারুল নার্সারি।
৬/ ওয়াসার মোড়- জামিয়াতুল ফালাহ মসজিদ এর পাশে - অরণ্যক নার্সারি।
৭/ দামপাড়ার মোড়ে একটি নার্সারি ছিল, এখন নেই। ।
৮/ বহদ্দারহাট ফ্লাইওভার এর নিচে একটি নার্সারি আছে।
৯/ ছোটপোল পুলিশ লাইন এর পাশেই ছোট একটি নার্সারি।
১০/ ওয়াব্দা মোড় এ - ব্র্যাক নার্সারি ।
১১/ কাস্টমস হাউস- বন্দর হাসপাতাল এর পাশের নার্সারি।
১২/ কাতালগঞ্জ ৪ নাম্বার রোড এর নার্সারি ।
১৩/ সোসাইটি নার্সারি- সিনেমা প্যালেস। ( এখানেও দাম তুলনামূলক সস্তা)
১৪/ সিডিএ ২৩ নাম্বার রোড- কমিশনার অফিসের পাশে নার্সারি।
১৫/ চন্দনপুরা ফায়ার সার্ভিসের পাশে লাগানো ছোট্ট একটা নার্সারি - রাস্তার পাশেই,
ফুথপাথের উপর।
১৬/ নিউ মার্কেটের নিচে একটি নার্সারি আছে।
১৭/ কলেজিয়েট স্কুলের পাশেই-আইস ফ্যাক্টরি রোডে- বায়েজিদ নার্সারি।
১৮/ পাহাড়তলী ভেলুয়ারদিঘীর পাড়ে নার্সারি।
১৯/ হাটাজারি হর্টিকালচার
২০/ চৌমুহনী বীমা অফিসের পাশে ছোট্ট একটা নার্সারি।
২১/ কর্ণেলহাট বাজারের অপজিট এ- আদর্শ নার্সারি।
২২/ হালিশহর এসি মসজিদের ঠিক পাশে - বিসমিল্লাহ নার্সারি
২৩/ ফতেয়াবাদ নার্সারি - ৫টা নার্সারি আছে কাছাকাছি- ফুলের সবচেয়ে ভাল কালেকশন
এখানে পাবেন, বিশেষ করে গোলাপ।
( ১ম নার্সারিটিতে গোলাপ ২০/- এবং পরের গুলোয় ৩০/- করে গোলাপ পাবেন)
(৩য় টি ফলের জন্য ভাল, এখানে জার্বেরা পাবেন ৯০ টাকায়, অন্যান্য ফুলের দাম তারা
বলতে গেলে কমায়ই না ), (২য় নার্সারিটি ডাকাত বলা চলে, খুবই কালেকশন এদের,
কিন্তু দাম ফিক্সড), (৪র্থ টির কথা জানিনা),
(৫ম টি হল গোলাপ বাগান, ওখানে গেলে আপনি বিশাল বিশাল গোলাপ গাছের আড়ালে
হারিয়ে যাবেন
)
২৪/ কাজিরদেউড়ী সুইমিংপুলের পাশে ফুটপাথের উপর নতুন একটি নার্সারি হয়েছে। (২০১৮)
২৫/ দেওয়ান হাট হর্টিকালচার, মনসুরাবাদ পোস্ট অফিসের পাশে।
২৬/ নাসিরাবাদ কসমোপলিটন ও চশমা হিল, রহমান নগর এলাকা এবং হিলভিউ এর ভেতরে বিভিন্ন
প্লটে ৮-১০ট নার্সারি আছে। সবগুলোই দেওয়াল দিয়ে ঘেরা, তাই খুজে পাওয়া যায়না।
২৭/ মুসলিম হলের পাশে, শহীদ মিনারের ঠিক অপজিটে, পাবলিক লাইব্রেরির গেটের পাশে, ফুটপাতে
অনেক বছরের পুরোনো একটি নার্সারি আছে। কোনো নাম নেই। এই নার্সারিতে গাছের দাম
অন্যান্য নার্সারির তুলনায় তুলনামূলক কম।
২৮/ চাঁদগাও আবাসিক, ১৩ নাম্বার রোড, বি ব্লক এ - মালেক শাহ নার্সারি।(২০১৭)
মসলা জাতীয় চারা কোথায় পাবো, ভাই?
ReplyDeleteচট্টগ্রামের কোথায় এলাচিগাছের চারাপাওয়া জিবে?
ReplyDeletebrak narsare
Deleteএখন ফুল গাছ পাওয়া যাবে কোথায়??
ReplyDeleteদেশি বিদেশি ফলের কলম চারা কোথায় পাওয়া যাবে?
ReplyDeleteসিয়াম ব্লু এবং গ্রিন নারিকেল চারা কোথায় পাবো?এবং দাম।কতো হবে
ReplyDeleteকোথায় নিমের খৈল ও নিমের তৈল পাওয়া যাবে।
ReplyDeleteচায়না 3 জাতের লেবুর চারা দেওয়ানহাট,মুনছুরাবাদ এলাকার কোন নার্সারিতে বা কোথায় পাব ?
ReplyDeleteবার মাসি উন্নত আমের চারা কোথায় পাওয়া যাবে
ReplyDeleteচট্টগ্রামের কোথায় রেড়ী/ভেরেন্ডা গাছের চারা/বীজ পাওয়া যাবে?
ReplyDeletehttps://www.facebook.com/houseplantctg/
ReplyDeleteভাই কাটলিচু চারা কোথায় পাবো
ReplyDeleteকাট লিচু চারা কোথায়পাওয়াযাব?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteভাল মানের সব্জির বীজ কই পাওয়া যাবে?
ReplyDeleteআসসালামু আলাইকুম। বাহাদুর নার্সারির ফোন নাম্বার প্রয়োজন। কীভাবে পেতে পারি দয়া করে জানাবেন।
ReplyDeleteবিভিন্ন জাতের ফুল গাছের চারা কোথায় পাওয়া যাবে
ReplyDeleteকাঠগোলাপ আর কৃষ্ণচূড়ার চাড়া কোথায় পাওয়া যাবে আর দাম কেমন?
ReplyDelete